শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

মান্দায় চৌবাড়ীয়া বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

নওগাঁর মান্দায় দীর্ঘদিন পরে ঐতিহ্যবাহী চৌবাড়ীয়া বাজার বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে সভাপতি পদে আলতাজ উদ্দিন প্রাং ও আব্দুস সাত্তার সরকার, সহ- সভাপতি পদে মোসলেম আলী প্রাং, আব্দুল কাইয়ুম সোনার, মোজাম্মেল হক ও শাহীন ফেরদৌস হারান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম উদ্দিন, হামিদুর রহমান ও ইদ্রিস আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মানিক ও আজিজুর রহমান এবং সহ-সাংগঠনিক পদে আব্দুল হামিদ সরদার ও তুহিন মন্ডল প্রতিদ্বন্দ্বীতা করেন।
এতে ছাতা প্রতীক নিয়ে ২৬০ টি ভোট পেয়ে আলতাজ উদ্দীন প্রাং পূণরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার আনারস প্রতীক নিয়ে ১৯২ টি ভোট পেয়ে পরাজিত হন।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মন্টু সোনার, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে খলিলুর রহমান, ক্যাশিয়ার পদে আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল বারী বল্টু এবং প্রচার সম্পাদক পদে হেলাল উদ্দিন মন্ডল নির্বাচিত হয়েছেন।
 এ নির্বাচনে ৪৭৮ জন ভোটারের মধ্যে ৪৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুর্নীতিমুক্ত এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন এমন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ীরা।

এই বিভাগের আরো খবর