বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৮

মরহুম খবির উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

 পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির পাটিকাবাড়ি বিশিষ্ট ব্যবসায়ী নেসার আহম্মেদ এর দাদার ১ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) কোরআন খতম, ও মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল এবং দোয়া শেষে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে।

পাটিকাবাড়ী দক্ষিণপাড়া জামে মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল, মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা কুতুবউদ্দিন । মরহুমের বাড়িতে একই সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুতুবউদ্দিন এবং মাওলানা হাবিবুর রহমান। মরহুম খবিরু উদ্দিন প্রামাণিকের আত্নার মাগফেরাতসহ জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

মরহুম খবিরু উদ্দিন পাটিকাবাড়ি ৯নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী নেসার আহম্মেদ এর দাদা। এক বছর পূর্বে ৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমায়। শুক্রবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার প্রার্থনা করেছেন।

এই বিভাগের আরো খবর