বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

ভৈরবে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

কিশোরগঞ্জের ভৈরবে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।

কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার সাত ইউনিয়নে লক্ষ্যমাত্রার ছেয়ে বেশি ভুট্টার চাষ হয়েছে। এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হেক্টর কিন্তু আবাদ হয়েছে ৬৫ হেক্টর জমি। কৃষকরা লাকি সেভেন, সানসাইন, ধামাকাসহ বেশ কয়েক ধরনের ভুট্টার চাষ করেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সাদেকপুর, মৌটুপী, ভবানীপুর, শ্রীনগর, মানিকদি, গজারিয়া, আগানগর এলাকার কৃষকেরা ভুট্টার জমিতে পানি সেচ, কীটনাশক দেওয়া ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে গাছে গাছে ফুল এসেছে, কিছু গাছে ভুট্টা পরিপক্ব হতে শুরু করেছে।

এ সময় কথা হয় সাদেকপুর গ্রামের কৃষক হিরণ চন্দ্র দাসের সঙ্গে। তিনি জানান, ভুট্টা সাড়ে তিন থেকে চার মাস মেয়াদি একটি ফসল। এ বছর আগাম ভুট্টার আবাদ করেছি যাতে এ আবাদ তুলে অন্য ফসল চাষাবাদ করতে পারি। এক বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। আনুমানিক প্রতি বিঘা জমিতে ১৩-১৪ মণ ভুট্টার ফলন হয়।

ললিত চন্দ্র দাস নামের এক কৃষক বলেন, ভুট্টাচাষে জমিতে বাড়তি কোনো পরিচর্যা করতে হয় না তাই আমরা ভুট্টা চাষ করেছি। দেশে যে আটার চাহিদা রয়েছে বর্তমানে গম সংকটের কারণে বিকল্প হিসেবে ভুট্টার চাহিদা মেটাবে।

সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ বলেন, গত বছর পাঁচবিঘা জমিতে আগাম জাতের ভুট্টার আবাদ করেছি। এতে ভালো ফলন পেয়েছিলাম। গত বছর বাজারে ভুট্টার চাহিদা দেখে এ বছর ৩৫ বিঘা জমিতে আগাম ভুট্টা আবাদ করেছি। আশা করছি এবারও ভালো ফলন পাবো।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, উপজেলায় লক্ষ্যমাত্রা ছেড়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উপজেলার কৃষকেরা আগাম জাতের ভুট্টা আবাদ করেছে। আশা করছি আগাম জাতের ভুট্টা চাষ করায় ভুট্টার ফলন ভালো হবে।

এই বিভাগের আরো খবর