সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

ব্যর্থতার দায় নিয়ে ডাকসু থেকে পদত্যাগ করছেন সর্বমিত্র

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের কারণ হিসেবে তিনি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে প্রত্যাশা পূরণে ব্যর্থতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতাকে দায়ী করেছেন।

 

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ এবং নারী শিক্ষার্থীদের হেনস্তা ও চুরির মতো ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে নিরাপত্তা জোরদার ও সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানালেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই উদাসীনতা শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে।

 

সম্প্রতি বহিরাগত কিশোরদের কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়েও তিনি মুখ খুলেছেন। তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতায় সৃষ্ট নিরাপত্তাহীনতা সামাল দিতে গিয়ে এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে তিনি ওই কাজ করতে বাধ্য হয়েছিলেন। তবে তিনি স্বীকার করেছেন, এভাবে কাউকে শাস্তি দেওয়া তাঁর উচিত হয়নি এবং এই অপ্রীতিকর ঘটনার জন্য তিনি সবার কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি স্পষ্ট করেছেন, পদত্যাগের এই সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত এবং এটি কোনো অভিমান থেকে নেওয়া হয়নি।

এই বিভাগের আরো খবর