শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

শুল্ক জটিলতা

বেনাপোলে ২৮ দিন ধরে আটকা ৪২ ট্রাক চিনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

শুল্ক জটিলতায় বেনাপোল বন্দরে ২৮ দিন ধরে আটকা পড়ে আছে এক হাজার ২৫০ মেট্রিক টন চিনিবাহী ৪২টি ভারতীয় ট্রাক। এতে ট্রাকের ডেমারেজসহ বন্দরের চার্জ নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। তবে কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


গতবছরের ২৫ ডিসেম্বর ভারত থেকে ছয়টি চালানে ৮৪টি ট্রাকে দুই হাজার ৫০০ মেট্রিক টন চিনি বেনাপোল বন্দরে আসে। এরমধ্যে তিনটি চালানে এক হাজার ২৫০ মেট্রিক টন (৪২ ট্রাক) চিনি সরকার নির্ধারিত ট্যারিফ মূল্যে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হয়। পরে বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন কম মূল্যে শুল্কায়নের অভিযোগ তুলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে বাকি তিন চালান বন্দরে আটকা পড়ে যায়। তখন থেকে চিনিবোঝাই ভারতীয় ট্রাকগুলো বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে আছে।

বেনাপোলে ২৮ দিন ধরে আটকা ৪২ ট্রাক চিনিবেনাপোলে ২৮ দিন ধরে আটকা ৪২ ট্রাক চিনি

আরও পড়ুন: ফের হিলি দিয়ে সজনে ডাটা আমদানি শুরু

চিনির আমদানিকারক প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল লতিফ বলেন, ‘ছয়টি চালানের মধ্যে তিনটি চালান সরকার নির্ধারিত ট্যারিফ মূল্য পরিশোধ করে খালাস করেছি। কিন্তু সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন হঠাৎ আমদানি মূল্য কম দেখানোর অভিযোগ তোলায় কাস্টমস কর্তৃপক্ষ ট্যারিফ মূল্য বাড়িয়ে দিয়েছে। এতে বাকি তিনটি চালানের চিনি খালাস করতে পারছি না।’

তিনি বলেন, ‘প্রতিদিন ভারতীয় ট্রাকপ্রতি দুই হাজার টাকা করে ডেমারেজ দিতে হচ্ছে। এছাড়া বন্দরের চার্জ রয়েছে। দ্রুত বিষয়টির সমাধান না হলে আমদানিকারক লাখ লাখ টাকা ক্ষতির মধ্যে পড়বে।’

বেনাপোলে ২৮ দিন ধরে আটকা ৪২ ট্রাক চিনি

আরও পড়ুন: ডলার সংকটে অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব কমেছে বেনাপোলে

‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতি মেট্রিক টন চিনি ৪৩০ মার্কিন ডলারে শুল্কায়ন মূল্য নির্ধারণ (ট্যারিফ মূল্য) করে দিয়েছে চলতি বাজেটে। কিন্তু বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের অভিযোগের পর কাস্টমস কর্তৃপক্ষ ৫৭০ ডলারে শুল্ক পরিশোধের নির্দেশ দেয়। ফলে এ চিনি খালাস করে বাজারে বিক্রি করা সম্ভব নয়। বর্ধিত মূল্যে চিনি খালাস করলে কয়েক লাখ টাকা আর্থিক লোকসান হবে। এজন্য আমদানিকারক চিনি খালাস করছে না’, যোগ করেন আমদানিকারক প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল লতিফ।

ভারতীয় ট্রাকচালক আশিষ সরকার বলেন, ‘আমদানি জটিলতায় ২৮ দিন ধরে চিনি নিয়ে বেনাপোল বন্দরে আটকে আছি। কবে খালাস হবে কিছুই জানি না। এই প্রচণ্ড শীতে রাতে ট্রাকের মধ্যে থাকতে হচ্ছে। গোসল-খাওয়া নিয়ে খুব কষ্টের মধ্যে আছি।’

বেনাপোলে ২৮ দিন ধরে আটকা ৪২ ট্রাক চিনিবেনাপোলে ২৮ দিন ধরে আটকা ৪২ ট্রাক চিনি

আরও পড়ুন: দীর্ঘদিন পর হিলি স্থলবন্দরে কয়লা আমদানি

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, চিনির তিনটি চালান বৈধ পন্থায় বন্দর থেকে খালাস হয়েছে। যেহেতু আমদানি মূল্য বাড়ানোর বিষয়ে একটি অভিযোগপত্র এসেছে তাই বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

এই বিভাগের আরো খবর