শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

বেড়া উপজেলার ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

পাবনা জেলার বেড়া উপজেলার হত দরিদ্র ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন বেড়া উপজেলা শাখা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, পাবনা জেলা শাখার সভাপতি মাহাতাব শেখ, সাধারণ সম্পাদক সোহাগ শেখ, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল হোসাইন সহ বেড়া উপজেলা শাখার ভূমিহীন নেতৃবৃন্দ।

মানববন্ধনে ভূমিহীন নেতৃবৃন্দ বলেন, বেড়া উপজেলায় বেড়িবাঁধের দুই পাশে নদী ভাঙ্গা হত দরিদ্র যে ভূমিহীনরা বসবাস করে তাদের পুনর্বাসন করতে হবে। চরাঞ্চলের ভূমিহীন কৃষকদের বিনা সেলামিতে খাসজমি বন্দোবস্ত করতে হবে। বেড়া উপজেলায় অনেক খাসের জায়গা আছে, যে সকল জায়গা ভূমিদস্যুরা, দলীয় নেতারা ও প্রভাবশালী ব্যক্তিরা ভোগ দখল করে আছে। ঐ সব জমি উদ্ধার করে আমাদের ভূমিহীনদের মাঝে বন্টন করতে হবে।

মানববন্ধন শেষে বেড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

এই বিভাগের আরো খবর