রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

বিশ্বরেকর্ড গড়ে বছর শেষ করলেন মিচেল স্টার্ক

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত এক অনন্য অর্জনে বছর শেষ করলেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক। বোলিং সহায়ক উইকেটে ইংলিশদের জয় সিরিজে ব্যবধান কমালেও (৩–১), ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

 

 

চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষে টেস্ট ক্রিকেটে মিচেল স্টার্ক গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। এক বছরে ন্যূনতম ৫০ উইকেট শিকারি বোলারদের মধ্যে তিনি এখন সর্বনিম্ন স্ট্রাইকরেটের মালিক। মিচেল স্টার্ক (২০২৫): ১১ টেস্টে ৫৫ উইকেট নিয়েছেন মাত্র ২৮.৩ স্ট্রাইকরেটে। ওয়াকার ইউনুস (১৯৯৩): এর আগে ১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস ২৯.৫ স্ট্রাইকরেটে ৫৫ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েছিলেন।

 

দীর্ঘ ৩২ বছর পর ওয়াকারের সেই কীর্তি ভেঙে টেস্ট ইতিহাসের সবচেয়ে 'ডেডলি' স্ট্রাইকরেটের মালিক হলেন স্টার্ক। উল্লেখ্য, ২০২৫ সালে স্টার্কের বোলিং গড়ও ছিল ঈর্ষণীয়—মাত্র ১৭.৩।

 

 

পুরো বছর জুড়ে লাল বলের ক্রিকেটে স্টার্ক ছিলেন অপ্রতিরোধ্য। এ বছর সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তাঁর অবস্থান সবার ওপরে: ১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): ৫৫ উইকেট (১১ ম্যাচ) ২. মোহাম্মদ সিরাজ (ভারত): ৪৩ উইকেট (১০ ম্যাচ) ৩. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে): ৪২ উইকেট (১০ ম্যাচ)

 

 

যদিও এক বছরে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় স্টার্ক অনেক পেছনে (শীর্ষে শেন ওয়ার্ন, ২০০৫ সালে ৯৬ উইকেট), কিন্তু কার্যকারিতার বিচারে স্টার্কের এই বছরটি ঐতিহাসিক। পঞ্জিকাবর্ষের শেষ টেস্টটি মেলবোর্নে খেলে ফেলায় তাঁর ২০২৫ সালের টেস্ট অধ্যায় এখানেই শেষ হলো, কারণ সিডনিতে পরবর্তী টেস্টটি শুরু হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।

 

বক্সিং ডে টেস্টে হারলেও স্টার্কের এই বিশ্বরেকর্ড অজি সমর্থকদের জন্য বড় এক প্রাপ্তি।

এই বিভাগের আরো খবর