শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৬

বিমানবন্দরে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ২৫০ গ্রাম ওজনের সোনাসহ মো. আমির খান নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাকে আটক করে ঢাকা কাস্টম কর্মকর্তারা।


জানা গেছে, আমির খান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকায় পৌঁছান। এ সময় পরনের প্যান্টসহ সঙ্গে থাকা আরো পাঁচটি প্যান্ট ও ব্যাগের বিভিন্ন অংশে লুকায়িত অবস্থায় ‘রিং’ আকৃতির ধাতব পদার্থ পাওয়া যায়। রিংগুলোতে সিলভার প্রলেপ দেয়া ছিল। পরে সে প্রলেপ সরিয়ে ফেললে স্বর্ণ পাওয়া যায়।

আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এই বিভাগের আরো খবর