বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন নিউইয়র্কের পুলিশ অফিসার

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

শাল্লা উপজেলায় প্রয়াত অধ্যাপক বিধু ভূষন চৌধুরীর স্মৃতি রক্ষার্থে সংকল্প প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অধ্যাপক বিধু ভূষনের ছেলে নিউইয়র্কের পুলিশ অফিসার নিয়ন চৌধুরী কল্লোল। মঙ্গলবার বিকেল ৩ টায় শাল্লা উপজেলার মনুয়া কৃষ্ণপুর গ্রামে এই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। এসময় মো. আব্দুল হাইয়ের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালের সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিহার রঞ্জন দাস, দিলু। 

এসময় আরো বক্তব্য রাখেন, ৪ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা হিরণময় রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, সংকল্প সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি দিলু চৌধুরী অসিত। অনুষ্ঠান শেষে ২০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।  অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় রয়েছে সংকল্প সমাজ কল্যাণ সংগঠন।

এই বিভাগের আরো খবর