বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

বিবিসি প্রতিবেদন: যে পথপরিক্রমায় বিএনপির শীর্ষ নেতৃত্বে: তারেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই ফেরা বিএনপির নেতা-কর্মীদের কাছে ‘ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর’ মতো একটি ঘটনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলের এই নেতৃত্ব এখন দলটির জন্য নতুন এক সন্ধিক্ষণ।

 

 

তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। মুক্তিযুদ্ধের সময় পরিবারের সাথে তিনিও বন্দি ছিলেন। রাজনৈতিক জীবনের শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে। ১৯৯১ সালের নির্বাচনে মা খালেদা জিয়া যে পাঁচটি আসনে লড়েছিলেন, সেগুলোর নির্বাচনি তদারকির মাধ্যমে তিনি মূলত আলোচনার কেন্দ্রে আসেন।

 

 

২০০১ সালের নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানের বড় ভূমিকা ছিল। ওই সময় নির্বাচনী প্রচারণার কৌশল সাজাতে তিনি ব্যবহার করেন ‘হাওয়া ভবন’, যা পরবর্তীতে ব্যাপক রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। ২০০২ সাল: দলের জন্য ‘সিনিয়র যুগ্ম মহাসচিব’ পদ তৈরি করে তাঁকে আসীন করা হয়। তৃণমূল রাজনীতি: তিনি দেশের প্রতিটি বিভাগ ও জেলায় ঘুরে তৃণমূলের নেতাকর্মীদের সাথে শক্তিশালী সংযোগ তৈরি করেন। বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, এটিই ছিল তাঁর রাজনীতির সবচেয়ে বড় শক্তি।

 

 

২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকারের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে থাকাকালীন তাঁর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ ওঠে, যা তাঁকে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার মুখে ফেলে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান এবং তখন থেকেই সেখানে সপরিবারে অবস্থান করছিলেন।

 

 

২০১৮ সালে মা খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। লন্ডন থেকেই তিনি প্রযুক্তির সহায়তায় (জুম, হোয়াটসঅ্যাপ) তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে দলকে সুসংহত রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহর মতে, চরম প্রতিকূলতার মধ্যেও তিনি দলের ওপর নিজের কর্তৃত্ব ও জনপ্রিয়তাকে অটুট রাখতে পেরেছেন।

 

 

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং দলকে নেতৃত্ব দেবেন। বিশ্লেষকদের মতে, রাজনীতির ‘কানাগলি’ এবং সংঘাতের অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তিনি কতটুকু সফল রাষ্ট্রনায়ক হয়ে উঠবেন—সেটিই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরো খবর