বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

বিএনপি-জামায়াতের মনোনয়ন না পাওয়া নেতাদের টানছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়ন না পাওয়া হেভিওয়েট ও তরুণ নেতাদের দলে টানার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই প্রথম ধাপে ১০০ থেকে ১৫০ আসনের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে।

 

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রার্থী না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে বাকি ২৯৭ আসনে এনসিপি নিজেদের প্রার্থী মনোনয়নের পাশাপাশি বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের মনোনয়ন না পাওয়া প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ করছে।

 

সূত্র বলছে, বিএনপি ও এনসিপির মধ্যে আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এনসিপির সঙ্গে লিয়াজোঁ করছেন। অপরদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনসহ কয়েকজন শীর্ষ নেতা বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গেও আলোচনা চলছে, যা নির্বাচনের আগে চূড়ান্ত আকার নিতে পারে বলে জানা গেছে।

 

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা চাই সারা দেশে অন্তত প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকুক। প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। আগামী সপ্তাহেই তালিকা ঘোষণা করব। এরপর পরিস্থিতি অনুযায়ী সমঝোতা বা জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি ঢাকায় প্রার্থী হবেন। তাঁর ভাষায়, “৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। প্রার্থী বাছাই প্রায় শেষ পর্যায়ে, আশা করছি এ মাসের মধ্যেই তালিকা প্রকাশ করতে পারব। কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আমাদের নীতিগত অবস্থান পরিষ্কার—জুলাই সনদ আমাদের জন্য মৌলিক রাজনৈতিক ভিত্তি।”

 

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে এবং জামায়াতে ইসলামী ২৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের পথ অনুসরণ করেই এনসিপিও দ্রুত নিজেদের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
 

এই বিভাগের আরো খবর