শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১০ ১৪৩২   ০৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬  

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।”

 

শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

 

ড. ইউনূস সনাতন সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।”

 

প্রধান উপদেষ্টা সরস্বতী দেবীকে সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, “তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।”

 

এছাড়া ড. ইউনূস প্রত্যাশা প্রকাশ করেন, সরস্বতী পূজার এই পবিত্র উৎসবের মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজের কল্যাণে ব্যবহার করা হবে। তিনি বলেন, “আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”

 

বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

এই বিভাগের আরো খবর