শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬   মাঘ ১০ ১৪৩২   ০৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬  

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বায়োটেকনোলজি ও মলিকিউলার বায়োলজি বিভাগের ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাল থেকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের অতিথিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাভাবনা ও নেতৃত্ব বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। পরে সংগঠনটির সাবেক সভাপতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ও অর্ধযূগ পূর্তিতে কেক কাটা হয়। 

 

এরপর সন্ধ্যায় আয়োজিত হয় রম্য বিতর্ক, যেখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান আরও উপভোগ্য হয়ে ওঠে। সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে গান,  অন্যান্য পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়ে নেয় শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এএসভিএম অনুষদের ডিন ও বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব হোসেন, সংগঠনটির সভাপতি সাফায়েত উল্লাহ, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান প্রমুখ। 

 

আলোচনা সভায় বক্তব্য রাখা কালীন এএসভিএম অনুষদের ডিন ও বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব হোসেন সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বিএমবি ডিবেটিং ক্লাবের সাফল্য তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান বলেন, সচেতন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাফল্য আমাদের আনন্দিত করে। বিএমবি ডিবেটিং ক্লাব বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বিভিন্ন বিতর্কে বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া সংগঠনটির সহযোগিতায় গোবিপ্রবি প্রেসক্লাব পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

 

বিএমবি ডিবেটিং ক্লাবের সভাপতি সাফায়েত উল্লাহ সমাপনী বক্তব্য রেখে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর