ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৪

ফরিদপুরে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

প্রকাশিত: ১১ জুন ২০২৩  

ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।  

ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।  

শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতোর বাজার থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলার জব্দ করা হয়েছে।  
আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) ও একই জেলার ডামুদাহ থানার বুইচিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮)।  

আটকের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতোর বাজার এলাকায় খড় বোঝাই ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলারে তল্লাশি চালানো হয়। এ সময় খড়ের ভেতরে থেকে ১৮ কেজি গাঁজা জব্দসহ ওই দু’জনকে আটক করা হয়। আটকরা মাদক কারবারি। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে মাদক কেনাবেচা করতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করছিল।

আটককৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

 

এই বিভাগের আরো খবর