বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৬

প্রেসক্লাব থেকে বের হওয়ার পর বিএনপি নেতা গ্রেপ্তার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এস এম শামীম জানান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেরিয়ে আসার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার হওয়া অপর দুজনের নাম অ্যাডভোকেট আলম ও তৌহিদ বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একই মামলায় সুপ্রিম কোর্টের ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই একই মামলায় সুপ্রিম কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়াও একই মামলায় ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা যায় বিক্ষুদ্ধ নেতাকর্মীদের।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে ওইদিনই শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে মোট ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার রাতেই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর করেন।

Image may contain: 5 people, people standing and outdoor

Image may contain: 7 people, people standing and outdoor

এই বিভাগের আরো খবর