শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৫

প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলো তারাদেবী ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের ২০টি হুইল চেয়ার, এক হাজারের বেশি কম্বল ও এতিমখানায় তিনটি আইপিএস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যেগে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়। সন্ধ্যার পরে সরকারি শিশু পরিবারে (এতিমখানা) আইপিএস দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল তুলে দেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই-এর পরিচালক ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা।

Chuadanga2.jpgআরও পড়ুন: চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজুসের সহ সম্পাদক ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুসের কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর সদস্য রকিবুল ইসলাম চৌধুরী, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, তারাদেবী ফাউন্ডেশনের কর্মকর্তা আলমগীর কবির শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল। এসময় সাংবাদিক হুসাইন মালিক, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তী, আহসান আলম, রকিব আহমেদ, রুদ্র রাসেল, চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মী ও সুধি সমাজের প্রতিনিধিরা।

Chuadanga2.jpg

আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে নিয়ে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা

এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কাজ করছি। চুয়াডাঙ্গাতে কারো হুইল চেয়ার লাগলে তারাদেবী ফাউন্ডেশন তাকে হুইল চেয়ার দেবে। আমরা শিক্ষাবৃত্তি চালু করেছি। করোনার সময় তারাদেবী ফাউন্ডেশন সবার পাশে দাঁড়িয়েছে। পুরো মাসব্যাপী আমরা চেষ্টা করেছি ইফতারির ব্যবস্থা করার। তারাদেবী ফাউন্ডেশন আমার মায়ের নামে করা। এটা এমনভাবে তৈরি করেছি আমি যদি নাও থাকি, এ ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ হবে না। পৃথিবীর যেই প্রান্তেই আমি মারা যাই না কেন, তখন আমাকে দাহ করুক বা কবর দিক যেটাই করুক সেটা যেন চুয়াডাঙ্গার মাটিতেই করা হয়।

এই বিভাগের আরো খবর