বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

পুলিশের ব্যারিকেডে থমকে গেলো ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধার ঘটনা ঘটেছে।

 

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হলেও, বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।

 

লং মার্চ আটকে যাওয়ার পর নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতীয় আগ্রাসনের অভিযোগ তোলেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে স্লোগান দেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও উত্থাপন করেন।

 

পুলিশ ব্যারিকেড ও নেতাকর্মীদের সড়কে অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরো খবর