রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

পাংশায় আরইএমপি কর্মীদের মাঝে সঞ্চয়ী চেক ও সনদপত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

রাজবাড়ীর পাংশায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) প্রকল্পে কাজের পাশাপাশি নিজেদের সঞ্চিত অর্থের চেক পেয়েছেন ১০০ জন নারী কর্মী। একই সাথে কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্রও পেয়েছেন তারা।

 

আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে এলজিইডি পাংশা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে আরইআরএমপি-০৩ শীর্ষক প্রকল্পের আওতাধীন নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

 

এলজিইডি পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

 

এসময় প্রত্যেককে ১ লক্ষ ১৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪ বছর এ অর্থ সঞ্চয় করেছিলেন এসব নারী কর্মীরা।

এই বিভাগের আরো খবর