বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২৯

পঞ্চগড় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জন গ্রেফতার

মোঃ রাশেদুল ইসলাম 

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

 মাদক দ্রব্য ০২ কেজি গাঁজা উদ্ধার সহ ১৪টি ওয়ারেন্ট খারিজ, পঞ্চগড় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার সহ ২ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৩ জনের মধ্যে ৭ জন ওয়ারেন্ট ভুক্ত ও ১ জন পূর্বের মামলার পলাতক আসামি। পুলিশ সুপার পঞ্চগড় এস,এম সিরাজুল হুদা, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় পঞ্চগড় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে- জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন,সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন, নিয়মিত অন্যান্য মামলায় ০১জন, পূর্বের মামলায় ০১ জন, নিয়মিত মাদক মামলায় ০১ জন (০২ কেজি গাঁজা সহ),ফৌঃ কাঃ বিঃ ৩৪ ধারায় ০১জন, ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০২জন'কে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার পঞ্চগড় এস, এম, সিরাজুল হুদা, পিপিএম বলেন, ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য ০২ কেজি গাঁজা উদ্ধার সহ জেলায় মোট ১৪টি ওয়ারেন্ট খারিজ করা হয়েছে। যে কোন ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ পঞ্চগড় সবসময় তৎপর রয়েছে। আমাদের এই ধারাবাহিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। পঞ্চগড় জেলা পুলিশের এই তৎপরতায় মুগ্ধ স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয়রা বলেন, পঞ্চগড় জেলা পুলিশের চলমান কার্যক্রম অনেক প্রশংসনীয়। জেলা পুলিশের চলমান তৎপরতা জেলায় অপরাধ নির্মূলের সহায়ক হবে। সকলেই জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন।

 

এই বিভাগের আরো খবর