শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

পঞ্চগড়ে কাদিয়ানীদের  সম্মেলন বন্ধের দাবীতে মুসল্লিদের বিক্ষোভ মিছিলে টিয়ারসেল নিক্ষেপ  ও লাঠিচার্জ করে পুলিশ।

মঙ্গলবার  (১২ ফেব্রুয়ারি)   রাত ৮টার পর জেলার মুসল্লিরা খন্দ খন্দ বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় শেরে বাংলা পার্কে সমবেত হয়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধের দাবী জানিয়ে বিক্ষোভ করে মুসল্লিরা।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সংগঠনের নেতা ও স্থানীয় প্রশাসন মুসল্লিদের শান্তনা দেন। এক পর্যায়ে মুসল্লিরা কাদিয়ানীদের সম্মেলন বন্ধের উদ্দেশ্যে রওনা হলে প্রশাসন থামানোর চেষ্টা চালালে প্রশাসনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে  টিয়ারসেল নিক্ষেপ  ও লাঠিচার্জ করে । তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পঞ্চগড় শহরে  ক্ষোভ বিরাজ করছে।

 

এই বিভাগের আরো খবর