শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ মনে করেন, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তিনি সরাসরি বলেন:

 

“শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে।”

 

 

গণতন্ত্র পুনরুদ্ধারের পথে কোনো বাধা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন:

 

“গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই।”

 

 

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির কথা জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওইদিনের সমাবেশ কেবল একটি সংবর্ধনা হবে না, বরং তা হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী গণজাগরণ।

সালাহউদ্দিন আহমদের ভাষ্যে:

 

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনের লক্ষ জনতার সমাবেশ হবে। সেখান থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেয়া হবে।”

উল্লেখ্য, আজই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। হাদির এই অকাল প্রয়াণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিএনপি মনে করছে, এই হত্যাকাণ্ডকে ইস্যু করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনি রোডম্যাপ নস্যাৎ করার পাঁয়তারা করছে।

এই বিভাগের আরো খবর