বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

কুমিল্লায়

নিয়ন্তনে মহাসড়কে চালকদের নিয়ে হাইওয়ে পুলিশের জনসভা

খন্দকার দেলোয়ার হোসেন. কুমিল্লা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া চালক, যানবাহন কোনভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা.ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি মেঘনা ব্রিজ থেকে ফেনীর মোহম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার এলাকার প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে ট্রাক,মোটরসাইকেল, বাস, সিএনজি অটোরিকশা বিভিন্ন যানবাহন.কারণ হিসেবে জানা যায় বেপরোয়া চালক ওভারটেক চালকরা অতিরিক্ত নিদ্রা জেগে যানবাহন চালানোর ফলে দুর্ঘটনা ঘটছে .অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছে অসংখ্য মানুষ .দুর্ঘটনা রোধে সরকারী বেসরকারী পর্যায়ে নানা সুপারিশ আইন প্রণয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও বেপরোয়া চালক ও গাড়িকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না.তাদের কাছে যেন জিম্মি সাধারণ যাত্রী. শুধু যাত্রী নন তাদের এই আগ্রাসি থাবা থেকে  রেহাই পাচ্ছেনা পথচারীরাও.প্রায় সময় মহাসড়কে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিয়ে প্রাণ  কেড়ে নিচ্ছে এই যন্ত্র দানব.বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের (এ.আর.আই) গবেষণায় দেখা গেছে সড়ক দুর্ঘটনার জন্য বেশি দায়ী বেপরোয়া গতিতে গাড়ি চালানো.অপরদিকে মহাসড়কে চলাচলকারী চালকরা মাদক,গাঁজা,ফেন্সিডিল,ইয়াবা সেবন করে গাড়ি চালানোর কারণে প্রায় সময় মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে.যেকোনো সময় সরকারি নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে যানবাহনে চালকদের ডোপটেষ্টের  মাধ্যমে গাড়ির লাইসেন্স দেওয়ার নির্দেশনা আসার ইঙ্গিত দেওয়া হয়.গতকাল রবিবার  সকালে মহাসড়কের একাধিক হাইওয়ে থানার মাদক নিয়ন্ত্রণ,দুর্ঘটনা রোধ কল্পে চালকদের নিয়ে জনসচেতনতা মূলক সভা ও মতবিনিময় করা হয়. এতে বক্তব্য রাখেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা.

 

এই বিভাগের আরো খবর