বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৯

নালিতাবাড়ীতে ইরি বোরো ফসলের লক্ষ মাত্রা ২১ হাজর ৮ শ ২০ হেক্টর

মোঃ মনিরুজ্জামান মনির

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

শেরপুরের নালিতাবাড়ীতে চলতি ইরি বোরো মৌসুমে   ফসলের লক্ষ মাত্রা ২১ হাজার ৮ শ  ২০ হেক্টর।  হিমেল ঠান্ডা বাতাস কনকনে শীতকে হার মানিয়ে ইরি বোরো ধানের চারা উত্তোলন করে  সকাল থেকে শুরু  করে সন্ধ্যা পর্যন্ত  রোপনের কাজে ব্যস্ততম সময় পার করেছন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ফসলের লক্ষ মাত্রা অর্জনের আশা করছেন কৃষকেরা। 

বিগত আমন ধানের চড়া মূল্য পেয়ে কৃষকদের মুখে হাসি। বোরো আবাদ ফসলের লক্ষমাত্রা অর্জনে উৎপাদনের আশায় হাল চাষে ঝুকেছেন প্রান্তিক বোরো চাষীরা। 

কৃষক জাকির হোসেন জানান, গত আমন ধান ফলনে ভাল হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে ধান বিক্রিতে চড়া দামে মূল্য পেয়েছি। বোরো আবাদে ভাল ফলনের  আশা করছি।

কৃষক নজরুল ইসলাম জানান আগামী বোরো ধানের ফসল ঘরে আনতে পারলে ধান বিক্রিতে বাজারে চড়া মূল্য  থাকলে লাভবানের আশা করছি। 

উপ-সহকারী  কৃষি অফিসার  মোঃ রুহুল আমীন জানান নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে বোরো আবাদের লক্ষ মাত্রা  ২১ হাজর ৮ শ ২০ হেক্টর।  উদ্ভাবিত  উন্নত জাতের হাইব্রিড ও উপসি জাতের ধান বীজ, সার কৃষকদের মধ্যে প্রোনদনা বিতরণ করা হয়েছে বোরো আবাদের লক্ষ মাত্রা অর্জনের লক্ষে। 

এই বিভাগের আরো খবর