শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

নজেকশিস’র পক্ষ থেকে অনুদান, জমাকৃত অর্থ ও সম্মাননা প্রদান

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির
একজন মৃত সদস্যের নমিনিকে অনুদান, ৩ জন মৃত সদস্যের
নমিনিকে জমাকৃত অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া
অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে অনুদান, জমাকৃত অর্থ ও সম্মাননা
প্রদান করা হয়।
এ উপলক্ষে গতকাল শাহ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম
মনি উকিল মিলায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক ও সম্মাননা স্মারক
তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল
আমিন।
সমিতির সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন- যমুনা ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার
এসিইও আশিফ আদনান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ শরিফুল আলম, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ
আব্দুল জলিলসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক
চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট
কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম।

এই বিভাগের আরো খবর