বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৯

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব‍্যক্তি নিহত

আবু রায়হান রাসেল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছী গোবরচাঁপা হাটের পাহাড়পুর-মিঠাপুর তিন মাথা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে। নিহত রফিকুল ইসলাম মেয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে গোবরচাপা ইসলামিয়া ব্যাংকের সামনে পৌছলে পাথর বোঝায় একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি। ময়না তদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। আবু রায়হান রাসেল,

এই বিভাগের আরো খবর