রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৮

দুর্বৃত্তদের হামলার শিকার আজগরা গ্রামবাসী

লাকসাম প্রতিনিধি 

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

সোমবার সন্ধ্যায় আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে বন্যা দুর্গত অসহায় মানুষদেরকে ত্রাণ সহায়তা করতে আসলে কতিপয় লুটপাটকারি এবং স্কুলে অবস্থানরত আজগরা গ্রামের ছাত্রদের মাঝে কথা-কাটাকাটি হয়।

তারপরে লোলাই গ্রামের জেলে লুটপাটকারী রবুর নেতৃত্বে সশস্ত্র হামলা করা হয় আজগরা গ্রামের ছাত্রদের উপর। চারদিকে হট্টগোল দেখে গ্রামের এবং বাজারের নিরস্ত্র সাধারণ মানুষরা এগিয়ে গেলে তাদের উপরও রবু এবং তার নেতৃত্বাধীন সন্ত্রাসীরা হামলা করে।

এতে গ্রামের প্রায় ১০-১৫ ব্যাক্তি গুরুতর আহত হয়। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়।

নিরপরাধ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করায় ঘটনার সুষ্ঠু  তদন্ত করা সহজ দোষীদের বিচারের দাবী জানায় এলাবাসী। হামলার বিষয়ে জানতে রবু কে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরো খবর