বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬  

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ট্রাক চাপায় মোটরসাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নিহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিদ্যুৎ হিলির দিকে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার রইস উদ্দিনের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

 

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর