বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫  

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থার ওপর নিরীক্ষা শেষে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই ফিরবেন।”

 

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস ইস্যু হয়নি। তিনি আবেদন করলে তা সরাসরি জারি করা হবে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ও পরিবারের।

 

খালেদা জিয়ার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা রয়েছে, যার মধ্যে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতা অন্তর্ভুক্ত। ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তার অবস্থাকে সংকটজনক বলা হচ্ছে। চিকিৎসা চলছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসক সমন্বিত মেডিকেল বোর্ডের অধীনে।

 

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হাসপাতালের মূল ফটকে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই হাসপাতালে প্রবেশ করতে পারছেন।

এই বিভাগের আরো খবর