বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারতে জনতার ঢল

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬  

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজ (১ জানুয়ারী) সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় ভিড় করছেন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

 

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকেও জিয়া উদ্যানে ঢোকার অনুমতি ছিল না। সামনের সড়কেও যান চলাচল সীমিত রাখা হয়। দুপুরে প্রবেশমুখ খুলে দেওয়া হলে ক্রমান্বয়ে মানুষ প্রবেশ করে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া । এরপর তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

 

এই বিভাগের আরো খবর