রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

জামায়াতের সঙ্গে জোট কি চূড়ান্ত?

নাজমুল হুদা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আন্দোলনের মূল লক্ষ্য ‘রাষ্ট্র সংস্কার’ বাস্তবায়নে দুই দলের মধ্যে সমঝোতার আলাপ-আলোচনা চলমান রয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

এদিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন এনসিপির এই শীর্ষ নেতা। একটি মামলা ছিল মোদি-বিরোধী আন্দোলন এবং অন্যটি আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ কর্মসূচির সময় করা। জামিন পাওয়ার পর আখতার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন:

“অন্তর্বর্তী সরকারের দেড় বছর পার হয়ে গেলেও কেন এই মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো নিষ্পত্তি করা হয়নি? এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।”

 

 

রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস দিয়ে আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই জোটের সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও তিনটি দল— এলডিপি, এবি পার্টি ও এনসিপি। জামায়াতের সঙ্গে একক সমঝোতার আলোচনার মাঝেই এই ১১ দলীয় জোটের ঘোষণা এনসিপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

 

 

এনসিপির একটি সূত্র জানায়, দলটির শীর্ষ নেতৃত্ব প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার একাধিক বৈঠক করলেও শেষ পর্যন্ত ‘পাওয়া-না পাওয়ার’ হিসেবে মিল না হওয়ায় তা সফল হয়নি। এরপরই তারা জামায়াতের সঙ্গে আলোচনায় যুক্ত হয়। তবে জামায়াতের সঙ্গে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে এনসিপিতে তীব্র কোন্দল শুরু হয়েছে  জামায়াত-বিরোধিতার জেরে গতকাল সন্ধ্যায় পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ নেতা তাসনিম জারা। এর আগে পদত্যাগ করেছেন মীর আরশাদুল হক। দলের ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়ে জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোটে না যাওয়ার নীতিগত আপত্তি জানিয়েছেন।

 

 

গত ৭ ডিসেম্বর এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করলেও ভোটের রাজনীতির হিসেবে বড় দলের সমর্থন পেতে এনসিপি এখন মরিয়া। বিএনপির সঙ্গে সমঝোতার আশা ক্ষীণ হয়ে আসার পর তারা জামায়াতের সঙ্গে আলোচনা চালাচ্ছে, যা নিয়ে দলের ভেতরে-বাইরে এখন তুমুল বিতর্ক।

এই বিভাগের আরো খবর