রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি

নাজমুল হুদা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে গভীর অভ্যন্তরীণ সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ নেতারা। এমনকি দলটির ‘মধ্যপন্থী’ ইমেজ সংকটে পড়ার আশঙ্কায় ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দিয়েছেন।

 

 

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে গতকাল শনিবার সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসন থেকে দলটির সম্ভাব্য প্রার্থী ছিলেন। পদত্যাগের পর তিনি ওই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার জামায়াতবিরোধী হিসেবে পরিচিত নেতা মীর আরশাদুল হকও দল ছেড়েছেন।

 

 

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ ৩০ জন নেতা নাহিদ ইসলামকে দেওয়া চিঠিতে বলেছেন:

"জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়।"

 

 

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, সংস্কার বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা চলমান। দলীয় সূত্র মতে, এনসিপি ৫০টি আসন চাইলেও জামায়াত ৩০টি আসনে ছাড় দিতে সম্মত হয়েছে।

সম্ভাব্য সমঝোতার তালিকায় যারা আছেন:

  • নাহিদ ইসলাম: ঢাকা-১১

  • আখতার হোসেন: রংপুর-৪

  • হাসনাত আবদুল্লাহ: কুমিল্লা-৪

  • সারজিস আলম: পঞ্চগড়-১

  • নাসীরুদ্দীন পাটওয়ারী: ঢাকা-১৮

  • আবদুল হান্নান মাসউদ: নোয়াখালী-৬

  • আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: ঢাকা-১০ ও কুমিল্লা-৩ (আলোচনাধীন)

 

 

এনসিপি বড় দলগুলোর সঙ্গে সমঝোতাকে গুরুত্ব দেওয়ায় গত ৭ ডিসেম্বর গঠিত 'গণতান্ত্রিক সংস্কার জোট' এখন ভাঙনের মুখে। জোটের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনোভাবেই বিএনপি বা জামায়াতের সঙ্গে যেতে রাজি নয়। অন্যদিকে এনসিপি প্রথমে বিএনপির সঙ্গে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর জামায়াতের দিকে ঝুঁকেছে।

 

 

সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদের এনসিপিতে যোগদান এবং জামায়াতের সমর্থনে প্রার্থী হওয়া নিয়ে জোর আলোচনা থাকলেও মাহফুজ আলমের বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি নির্বাচনে লড়বেন কি না বা কোনো দলে যোগ দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এই বিভাগের আরো খবর