শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭১

জাতীয় পরিচয়পত্রে পিতার নাম `আওয়ামী লীগ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

নাম লিটন মিয়া। মায়ের নাম রোকিয়া বেগম। তবে বাবার নাম আওয়ামী লীগ। বিষয়টা বিস্ময়কর হলেও জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে লিটন মিয়া নামের ওই ব্যক্তির এমন তথ্য দেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের ছোটখাটো ভুল ছাপিয়ে এবার এ ধরনের একটি ভুল নজরে এসেছে। সম্প্রতি ফেসবুকে ওই স্মার্টকার্ডটি ভাইরাল হওয়ার সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ পড়ে যায়।

ভাইরাল হওয়া স্মার্টকার্ডে দেয়া তথ্য অনুযায়ী, লিটন মিয়ার বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার ইসবপুর গ্রামে।

এ বিষয়ে নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা যায়, শুধু স্মার্টকার্ড নয়, ইসির তথ্য ভাণ্ডারেও রয়েছে এমন তথ্য। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তার পিতার নাম ‘মৃত আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

এ বিষয়ে ইসির একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংশোধনের আবেদন করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো, যাতে তাকে এনআইডি সংক্রান্ত সেবা পেতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়। 

ইসি সূত্র জানায়, এর আগে এ রকম আরেকটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছিল যেখানে পিতার নামের জায়গা লেখা 'বিএনপি

এই বিভাগের আরো খবর