বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

চাঁপাইনবাবগঞ্জে হার্ট ফাউন্ডেশন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন হার্ট ফাউন্ডেশন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

এ সময় হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. ওমর ফারুক, সহসাধারণ সম্পাদক সফিকুল আলম ভোতা, সদস্য ডা. নুর-ই আক্তার যোবাইদা, সদস্য মোহাম্মদ ইব্রাহিমসহ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রমিন্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌরসভার ৬নং ওয়ার্ডের বালিগ্রামে ৫ তলা বিশিষ্ট আধুনিকমানের ভবনটির নির্মাণ কাজ আগামী জুন মাসে শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এটি চালু হলে হার্টের পূর্ণাঙ্গ আধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাবে বলে জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক।

এই বিভাগের আরো খবর