বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৭

চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহিদদের প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন দফতরটির নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান।
এ সময় ইইডি’র সহকারী প্রকৌশলী-২ মোঃ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী-৩ মোঃ রাশেদুজ্জামান রনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে বেলা ১১টায় দিবসটি উপলক্ষে নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান নতুন প্রজন্মের কাছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর