বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রীর পক্ষ হতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী নাগরিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারি) বিকালে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র উদ্যোগে জেলা শহরের সিসিডিবি মোড়ে অবস্থিত নিজস্ব অফিস চত্বরে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন- হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী ও কলাম লেখক শিক্ষক মো. আজমাল হোসেন মামুন, টোলঘর গোমস্তাপুর সুবর্ণ নাগরিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফাইজুল হক। বক্তারা বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজে বোঝা নয়, তাদের সমান ভাবে এক সাথে নিয়ে কাজ করতে হবে তাহলে এগিয়ে যাব আমরা এগিয়ে যাবে দেশ।
এ সময় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মুসা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র সচিব ইসমাইল হোসেন।
বক্তব্য শেষে প্রতিবন্ধী নাগরিকদের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা।

এই বিভাগের আরো খবর