সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

চট্টগ্রামে বিএনপি নেতাকে হত্যার হুমকি দিয়ে অডিও ভাইরাল

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ উদ্দিনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমনের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও ক্লিপে ইমনকে অত্যন্ত অশ্লীল ভাষায় আজিজকে হুমকি দিতে শোনা যায়।

 

অডিওতে ইমন বলেন, “প্রশাসনের নিরাপত্তা কতদিন থাকবে? ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব।” ১০ হাজার মানুষের সামনে যেভাবে আজিজের ভাই বাবলাকে খুন করা হয়েছে, তাকেও একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়।

 

ভুক্তভোগী আজিজ উদ্দিন জানান, গত বছরের ৫ নভেম্বর বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই তিনি। ভাইয়ের হত্যাকাণ্ডের পর থেকেই ইমন ও তার সহযোগীরা তাকে নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে। গত রোববার সরাসরি হোয়াটসঅ্যাপে এই হুমকির অডিও পাঠানোর পর থেকে তিনি সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজিজ ইতোমধ্যে বিষয়টি চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানিয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকিদাতা মোবারক হোসেন ইমন তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও অস্ত্রবাজির একাধিক মামলা থাকলেও তিনি বর্তমানে পলাতক।

 

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির জানিয়েছেন, ইমন বর্তমানে দেশের বাইরে বা আত্মগোপনে থেকে বিদেশি নম্বর ব্যবহার করে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর