শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৮

গুলশানে পোড়া পণ্যসামগ্রীর হাট, পানির দামে দামি পণ্য

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯  

রাজধানীর গুলশান ১ নম্বরে আগুনে পোড়া ডিএনসিসি মার্কেটের সামনে খোলা জায়গায় ব্যতিক্রমী হাট জমেছে । এই হাটে আংশিক পুড়ে যাওয়া নানারকম পণ্যসামগ্রী পানির দামে বিক্রি হচ্ছে। ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটের ক্ষতগ্রস্ত ব্যবসায়ীরা নিজেদের দোকানের ধ্বংশাবশেষ থেকে মোড়ক বা প্যাকেট পুড়ে যাওয়া ব্যবহার উপযোগী পণ্যগুলো বিক্রি করছেন।
 
রোববার দিনভর বিকিকিনি হয়েছে এই পোড়া পণ্যের হাটে। আগুনের আঁচে খানিকটা রঙ জ্বলে যাওয়া স্টেইনলেস স্টিল আর অ্যালুমিনিয়ামে থালা, বাটি, হাড়িপাতিল ও তৈজস একেবারেই কমদামে গুলশানের এই হাটে বিক্রি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দামি শোপিস একেবারেই নামমাত্র মূল্যে বিক্রি হয়েছে হাটে। বিক্রি হয়েছে ডিটারজেন্ট পাউডার, সাবান থেকে শুরু করে সুগন্ধির বোতলও। একেবারেই কম দামে এসব পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন নিম্ন মানুষ।

পোড়া পণ্যের এই বাজারে ১০০ টাকার চামচ বিক্রি হচ্ছে ৫ টাকায়। হাজার টাকার পাতিল-কড়াই ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিটারজেন্ট আর সাবানের প্যাকেট বিক্রি হচ্ছে ৫ টাকায়।

শনিবার ভোরের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি কাঁচাবাজারের ব্যবসায়ীরা তাদের পোড়া পণ্যগুলো বিক্রি করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সোমবারও এখানে পোড়া পণ্যের এই হাট বসবে বলে ব্যবসায়ীরা জানান।

এই বিভাগের আরো খবর