শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

‘গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে’- মির্জা ফখরুল

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫  

বাংলাদেশের গণতান্ত্রিক অর্জন আবারও হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে গণতন্ত্রবিরোধী চেষ্টার নতুন পর্ব শুরু হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, “আজকে বাংলাদেশে বিভিন্ন রকম, এই গণ-অভ্যুত্থানের পরে বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা, চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য।”

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর তাৎপর্য নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব। জনগণের ভোটের অধিকারকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারব। বিচারের অধিকার নিশ্চিত করতে পারব। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাব।”

তিনি জানান, বিএনপি এই লক্ষ্য নিয়েই সংগঠন পুনর্গঠন ও জনআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, গণতন্ত্রের লড়াই এখন কেবল দলের নয়, বরং জাতির ভবিষ্যতের প্রশ্ন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব অর্পণের কাজটি বাংলাদেশের অগ্রগতির মোড় ঘোরানো দিক ছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছিলেন।”

তার মতে, রাষ্ট্র পরিচালনার অল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান এমন এক রাজনৈতিক ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তী সময়ে বাংলাদেশের আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি হয়ে দাঁড়ায়।

দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে জামায়াতে ইসলামী বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানালেও, সে বিষয়ে কোনো নতুন মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। তিনি শুধু বলেন, সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বক্তব্যই দলের চূড়ান্ত অবস্থান।

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রদ্ধা জানান। শেরেবাংলা নগর এলাকাজুড়ে দিনভর ছিল বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উপস্থিতি।

এই বিভাগের আরো খবর