বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইউএই বিএনপির দোয়া ও শোকসভা

সিরাজুল হল,সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছে। শারজার একটি হোটেলে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

আয়োজক কমিটির আহবায়ক ইউএই বিএনপির সদস্য মোস্তফা মাহমুদের সভাপতিত্বে যৌথ সঞ্চালনা করেন ইউএই বিএনপির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু ও ইউএই বিএনপির সদস্য মোদাচ্ছের শাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সদস্য রফিকুল আলম, প্রকৌশলী মাহে আলম, শাহেদ আহমেদ রাসেল, প্রকৌশলী করিমুল হক, শাহিনুর শাহিন, নুর হোসেন সুমন, এইচ এম ফারুক হোসেন, আবুল বাসার, রুহুল আমিন, শাহাদাত হোসেন সুমন, নীল রতন দাস, এরশাদুল আলম ও মজিবুল হক মঞ্জু, জামাল কন্ট্রাক্টর, শাহেদুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম সিআইপি, ফজলুর রহমান খান পাপ্পুসহ অনেকে। 

 

বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের বাস্তবতা শিখেছে। তিনি যে আদর্শ ও পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

 

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর