বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

ক্যাম্প ঘরের মেঝেতে পড়েছিল রোহিঙ্গার মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ইলিয়াছ (২৮) উখিয়ার ক্যাম্প-১ ইস্ট ব্লক-ই/৪ এর মামুন রশিদের ছেলে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘরের মেঝেতে রোহিঙ্গার মরদেহ পড়ে আছে স্থানীয় লোকজনের মাধ্যমে এমন খবর পেয়ে তা উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এপিবিএন ও থানা পুলিশ সদস্যরা কাজ করছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরো খবর