শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৭

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৩ মে ২০১৯  

বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার কারণে বারবার সংবাদ শিরোনাম হচ্ছে এনা পরিবহন। যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেয়ার নামে ওভারটেকিং করে এনার বাসগুলো রীতিমতো গতির প্রতিযোগিতায় নামে বলে অভিযোগ রয়েছে।
তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের ঢাকা-টাংগাইল মহাসড়কে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় শুক্রবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বাস চাপায় আনোয়ার হোসেন(৫০) নামে এক ব্যক্তি নিহত এবং অজ্ঞত আরও এক মহিলা আহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন হলেন-শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন উত্তর ডেফলাইন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।


আহত মহিলা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার এসআই রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কলেজগেট এলাকায় নিহত আনোয়ার হোসেন তার নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর জন্য অপেক্ষ্যমান ছিলেন। এসময় এনা পরিবহনের ঢাকাগামী একটি গাড়ী মো. আনোয়ার হোসেন পানচাদকে চাপা দিয়ে পালিয়ে যাওযার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা গাড়ীর ড্রাইভার সহ ৩ জনকে আটক করে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় হস্তান্তর করেন। এব্যাপারে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করা হয়েছে।


নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ তার আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর