শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৯

কারওয়ান বাজারে হার্ডওয়্যার মার্কেটে আগুন

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯  

রাজধানীর কারওয়ান বাজারের হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় ও ব্যবসায়ীরা।

শুক্রবার বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ বলেন, কারওয়ান বাজারের হার্ডওয়্যার মার্কেটে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার ফাইটাররা পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

এই বিভাগের আরো খবর