বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৩

কামাল মেম্বার ও তার ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ ফুলকোচা ইউনিয়নবাসী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে ২০২১  

মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে রেখিরপাড়া গ্রামে কামাল ( সাবেক মেম্বার) গং দের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে যেনতেন কাজ করতেও পিছু পাঁ হটতেছে না কামাল মেম্বার গংরা। তার হাত থেকে রেহাই পাচ্ছে না বৃদ্ধা নারী-পুরুষসহ সাধারণ মানুষ। এই বাহিনীর প্রধান কামাল এরই মধ্যে কয়েকটি মামলার আসামি। এছাড়াও তার ভাই ও ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে অপহরন, নারী নির্যাতন, জবর দখলসহ কয়েকটি মামলা রয়েছে। 

সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের নিভৃত পল্লী পূর্ব রেখিরপাড়া গ্রাম। এখানে র্দীঘদিন ধরে মৃত হামিদ মন্ডলের ছেলে কামাল আধিপত্য বিস্তার করে নিজ নামে একটি বাহিনী তৈরি করেছে। যার মূল ভূমিকায় কামাল নিজেই। অপহরন, চুরি, ডাকাতি, মারামারি, রাহাজানির অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে।

অনুসন্ধানে আরো জানা যায়, কামাল র্দীঘদিন ধরে গ্রামের নিরহ মানুষকে অত্যাচার করে আসছে। তার বিরুদ্ধে গত ২৫ এপ্রিল মেলান্দহ থানায় খুন জখমের অভিযোগে মামলা করেন পশ্চিম ফুলকোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ সেলিম রানা, যার মামলা নং- ১৩৩৭। ফেসবুকে আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রদর্শন ভীতি প্রদর্শন ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে সুধী সমাজে অস্থিরতা সৃষ্টির অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছরের ২১ নভেম্বর মেলান্দহ থানায় কামালের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেলান্দহ উপজেলা চেয়ারম্যানের সিএ টু মোঃ আক্কাছ আলী। যার মামলা নং- ৫৩৩৮। ২০১৮ সালের জানুয়ারিতে কামালের ভাই মোঃ নাজমুল ইসলাম ওরফে ডানু সহ আরও কয়েকজন পথরোধ করে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে চাঁদা আদায় ও চুরির অপরাধে জিএমপি গাজীপুর সদর থানায় মামলা করেন মেলান্দহ থানা থুরি টনকী পাড়া গ্রামের মৃত আবুল হোসেন বেপারী ছেলে মোঃ জিয়াউল হক জুয়েল। যার মামলা নং -৩১।

এসব মামলা হওয়ার পরেও কামাল বাহিনীর অত্যাচার থেমে থাকছে না। বরং দিন দিন বেড়েই চলছে তার তান্ডব। এ থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী। এলাকাবাসী আরও জানান আমরা এই কামালের অত্যাচার থেকে মুক্তি চাই। তার অত্যাচারের সঠিক তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ফুলকোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি তাকে দল থেকে মনোনয়ন দেয়া হয় এবং চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে তার অত্যাচারে আমরা এলাকায় থাকতে পারবনা। 

উক্ত বিষয় গুলো জানতে সাবেক মেম্বার কামালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর