শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৯

কাভার্ডভ্যান চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯  

রাজধানীর মোহম্মদপুরের কলেজগেট সংলগ্ন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটে কাভার্ড ভ্যানের চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলে পেছনে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১২টার দিকে কাভার্ডভ্যানটি লাবণ্যকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, 'আমরা ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছি। এ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।'

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলটি কোনো রাইড শেয়ারিং সার্ভিসের ছিল। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর