বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

ঐতিহ্যবাহী ফেনী আলীয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরন

মুহাম্মদ মোশাররফ হোছাইন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

ঐতিহ্যবাহী ফেনী আলীয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ -ফেনীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ফেনী আলীয়া কামিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার সকালে (১৪ ফেব্রয়ারী)  ঐতিহাসিক মিযান ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কুমিল্লা অন্চল এর জোনাল হেড ও ব্যাংকার্স ইউনিট,ফেনী এর সভাপতি সামছুল করিম মজুমদার, কুমিল্লা বার্ডের সাবেক চেয়ারম্যান (ঐতিহ্যবাহী আলীয়া মাদ্রাসারই কৃতি ছাত্র) মোঃ আবদুল কাদের, মাদ্রাসার গভর্নিং বডি সদস্য ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার সিরাজুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে ইনডোর-আউটডোর মিলে চল্লিশটি ইভেন্টে বিরানব্বই জন ছাত্র-ছাত্রী ও একুশ জন শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সন্চালক হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। এতে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিল। 

এই বিভাগের আরো খবর