বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

‘এমন বাংলাদেশ গড়ে তুলব, যেই স্বপ্ন একজন মা দেখেন’: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তিনি বলেন, পাহাড়-সমতল এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সময় এসেছে।

 

 

মঞ্চে বক্তব্য দিতে দাঁড়িয়ে তারেক রহমান প্রথমেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ’। এরপর সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন:

“আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে।”

 

 

দেশ গড়ার রূপরেখা তুলে ধরে তারেক রহমান বলেন, এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ এবং পাহাড় ও সমতলের মানুষ একসূত্রে গাঁথা। তিনি যোগ করেন:

“আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একজন মা দেখেন; অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।”

 

 

বক্তব্যে তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা স্মরণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, গৃহবধূ ও মাদ্রাসার ছাত্রসহ সর্বস্তরের মানুষ দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

 

 

তারেক রহমানের এই সংবর্ধনা মঞ্চে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপি নেতৃবৃন্দ: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ প্রমুখ। জোটের নেতৃবৃন্দ: আন্দালিভ রহমান পার্থ (বিজেপি), সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ), ববি হাজ্জাজ (এনডিএম) ও অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বিকেল সোয়া ৫টার দিকে ভাষণ শেষ করে তারেক রহমান সরাসরি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।

এই বিভাগের আরো খবর