সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

এনসিপির স্বাক্ষর না থাকলে দুর্বল হবে জুলাই সনদ

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫  

জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সনদের বড় দুর্বলতা তৈরি করতে পারে। কারণ, সনদে স্বাক্ষর না করলে গণভোটে প্রভাব পড়তে পারে এবং সংস্কার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে।

 

১৭ অক্টোবর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবসহ ২৫টি দল সনদে স্বাক্ষর করে। কিন্তু এনসিপি জানায়—বিএনপিসহ কয়েকটি দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ থাকলে সনদের গুরুত্ব কমে যায়। পরে নোট অব ডিসেন্ট তুলে নেওয়া হলেও এনসিপি বলছে, সনদ বাস্তবায়ন আদেশে তত্ত্বাবধায়ক সরকার, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ-এসব বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, স্বাক্ষর না করার অর্থ হচ্ছে—এনসিপি নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে গণভোটে নেতিবাচক প্রভাব পড়বে, যা পুরো সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে তারা আশা করছেন, আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত দলটি সনদে স্বাক্ষর করবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছেন, জুলাই আন্দোলনের নেতৃত্বই পরবর্তীতে এনসিপির নেতৃত্ব গঠন করে। তাই দলটির স্বাক্ষর না থাকলে সনদের একটি গুরুত্বপূর্ণ অংশ অপূর্ণ থাকবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, সরকারি আদেশে অস্পষ্টতা দূর না হলে তারা স্বাক্ষর করবে না।

 

সরকার প্রয়োজনীয় ব্যাখ্যা দিলে এবং বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলে এনসিপির স্বাক্ষর আসতে পারে—এমন আশা করছে রাজনৈতিক মহল।

 

এই বিভাগের আরো খবর