শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৪

এক টাকায় ইফতার!

প্রকাশিত: ১০ মে ২০১৯  

মাত্র এক টাকায় হতদরিদ্র লোকজনের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে ইয়ুথ স্কয়ার বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় তারা এ ইফতার বিতরণ করছে।

এলাকার গরিব, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সংগঠক তাওসিফুল ইসলাম রিয়াদ বলেন, আমরা সারাদিন রোজার পর নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে ইফতার করি। কিন্তু আমাদের পাশেই রয়েছে হাজারো সুবিধাবঞ্চিত নারী ও পুরুষ। এসব সুবিধাবঞ্চিত ইফতার করে সামান্য পানি দিয়ে। তাদের কথা বিবেচনা করে আমরা বিভিন্ন বিদ্যালয়ের কিশোর শিক্ষার্থীদের উদ্যোগে ইয়ুথ স্কয়ার নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলেছি।

এই বিভাগের আরো খবর