শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮০

আবাসিক গ্যাসে শৌচাগারের পাশেই চলছে রেস্তরাঁর রান্না!

আশরাফুলআলম সিদ্দিকী   

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

সায়দাবাদ বাস স্টান্ডে  বিভিন্ন বাসা-বাড়ির ভিতরে গত কয়েক বছর ধরে আবাসিক গ্যাস ব্যবহার করে সরকারের কর ফাঁকির মধ্যে দিয়ে চলছে ঘরোয়া খাবার হোটেলের রমরমা ব্যবসা ।  এসব যেন দেখার কেউ নেই। দেশ বার্তা অনুসন্ধানে দেখা যায়,সায়দাবাদ বাস স্টান্ডে বিভিন্ন অলিগলির বাসা বাড়ির ভিতরে আবাসিক গ্যাস দিন রাত ব্যবহার করে দৈনিক শত শত অস্থায়ী লোকের খাবার পরিবেশন করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। যে কারনে বাজারের অস্থায়ী কাস্টমার ঘরোয়া হোটেলের খাবার বিল বাজারের হোটেলের তুলনায় কম খরচ হওয়ায় ওই দিকে বেশী যাচ্ছে বলে জানা যায়। অনুসন্ধানে আরো জানা যায়, বাসা বাড়ির এসব ঘরোয়া হোটেলগুলোর মধ্যে একটি হচ্ছে হোটেল নিউ নোয়াখালী ,  স্বাদ রেস্টুরেন্ট  এন্ড হোটেল ।  দৈনিক ৩০০ /৫০০জন লোকের খাবার পরিবেশন করে আসছে ।  এদের মত সায়দাবাদ বাস স্টান্ডে আরো কয়েকটি স্থানে গড়ে উঠেছে ঘরোয়া হোটেল যা নিয়মিত অনিয়মের মধ্যে কর,ভ্যাট ছাড়াই আবাসিক গ্যাস ব্যবহার করে চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা।

এই বিভাগের আরো খবর