বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৯

আলকরা নির্বাচনীয় প্রচারনায় সরগরম।

চৌদ্দগ্রাম প্রতিবেদক  

প্রকাশিত: ১ জুন ২০২২  

আগামী ১৫ জুন কুমিল্লা  চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো ইউনিয়নে চলছে ভোটের ইমেজ। নির্বাচনীয়  প্রচারনায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন।

এ মহুত্বে প্রচার প্রচারনায় ব্যস্হ রয়েছে চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা।প্রার্থীরা  তাদের কর্মী সর্মথক নিয়ে রাত দিন ছুডে চলছে ভোটারদের কাছে।

ইউনিয়নের   ব্যাংক বীমাব,অফিস  পাডা মহল্লায় চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা।কে হচ্ছে আগামীর চেয়ারম্যান এবং নিজের ওয়াডের মেম্বার।

ভোটরেরাও একে অপরের সাথে আলোচনা করছেন কাকে ভোট দিলে উন্নয়ন ও শান্তিতে থাকবে জনগন।

আলকরার ভোটার সিরাজ,জসিম,মন্নান জানান যাকে ভোট দিলে আলকরায় উন্নয়ন ও শান্তি থাকবে তাকে ভোট দেবো।আলকরা বাসী উন্নয়নের ছেয়ে শান্তিতে থাকতে চায়।

 চৌদ্দগ্রাম ( কুমিল্লা)  

এই বিভাগের আরো খবর